BRUR GST Admission - ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি

 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর 

২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিতঃ



🔰আবেদন যোগ্যতাঃ- 


✅GST ভর্তি পরীক্ষায় A,B,C ইউনিটে উত্তীর্ণ সকল শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের ২২ টি বিভাগে আবেদন করতে পারবে।।


🔰ইউনিট এবং সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শর্ত সমূহঃ


✅A UNIT: A,B,C ইউনিটে উত্তীর্ণ সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। তবে B ও C ইউনিটের শিক্ষার্থীরা শুধু ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হতে পারবে।।


বিজ্ঞান বিভাগ থেকে A ইউনিটে গনিত,পদার্থবিজ্ঞান,রসায়ন,পরিসংখ্যান,CSE,EEE সাবজেক্ট গুলা পেতে হলে GST ভর্তি পরীক্ষায় গনিত বিষয় উত্তর করা আবশ্যক। যারা গনিত দাগায়নি তারা এই সাবজেক্ট গুলা পাবে না।।


✅B UNIT: A,B,C ইউনিটে উত্তীর্ণ সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে।


তবে ইংরেজি বিষয় পেতে হলে:


📌 A ইউনিট থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে কমপক্ষে 10


📌 B ইউনিট থেকে ইংরেজি অংশে কমপক্ষে 10


📌 C ইউনিট থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে কমপক্ষে 5 নম্বর পেতে হবে।।


এবং অর্থনীতি বিষয় পেতে হলে: 


📌A ইউনিটের পরীক্ষার্থীদের জন্য HSC ও সমমানের পরীক্ষায় গনিত অথবা পরিসংখ্যান বিষয় থাকতে হবে।


📌B ইউনিটের পরীক্ষার্থীদের জন্য HSC ও সমমানের পরীক্ষায় অর্থনীতি বিষয় থাকতে হবে 


✅C UNIT: A,B,C ইউনিটে উত্তীর্ণ সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে।


C UNITএর জন্য বিষয়ভিত্তিক আলাদা কোন শর্ত নেই।।


🔰আসন সংখ্যাঃ


A UNIT: 707 টি আসন আছে।

B UNIT: 362 টি আসন আছে।

C UNIT: 326 টি আসন আছে।


এছাড়াও মোট আসন সংখ্যার শতকরা ৫ জন মুক্তিযোদ্ধা কোটা, ২ জন পোষ্য কোটা, ১.৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠি, ১ জন প্রতিবন্ধী এবং শতকরা ০.৫ জন দলিত কোটায় ভর্তি করা হবে।।


🔰আবেদন করার সময়কালঃ ১৭-১০-২০২২ তারিখ থেকে ২৭-১০-২০২২ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।। 


🔰প্রত্যেক ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা করে। কেউ যদি ২ টা ইউনিটে আবেদন করতে চাই সেক্ষেত্রে ৫০০+৫০০ মোট ১০০০ টাকা, ৩ টা ইউনিটে আবেদন করতে ১৫০০ টাকা লাগবে।।



নব্য বেরোবিয়ানদের জন্য অনেক অনেক শুভকামনা রইল❤️❤️

Writter: 

Konok Das

Begum Rokeya University, Rangpur.


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

বাংলাদেশের রংপুর শহরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১২ অক্টোবর ২০০৮ সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ২০০৯ সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের পাশাপাশি সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় এই বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রাখছে। বর্তমানে ২২ টি বিভাগে প্রায় ৭০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এছাড়াও ৩০ জন শিক্ষার্থী ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে এমফিল-এ অধ্যয়নরত।

Official website: brur.ac.bd

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url