ওয়েবক্যাম বন্ধ বা চালু করতে হয় কীভাবে?
ছবি: সংগৃহীত
ওয়েবক্যাম হচ্ছে ভিডিও ধারণ করার ক্যামেরা। যা বাস্তব সময়ের ভিডিও ধারণ করে এবং একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তা মনিটরে প্রর্দশন করে থাকে। তবে চাইলেই আপনি ল্যাপটপের ওয়েবক্যাম ডিজেবল করতে পারেন। জেনে নিন পদ্ধতি-
- * প্রথমেই ‘উইন্ডোজ+আর’ চেপে ডিভাইস ম্যানেজার খুলুন।
- * ডায়ালগ বক্সে devmgmt.msc টাইপ করুন। বিকল্প উপায় হিসেবে আপনি ডিভাইস ম্যানেজার খুলতে বা সহজেই উইন্ডোজ অনুসন্ধান বক্সটি ব্যবহার করতে করটানা অপশনটি ব্যবহার করতে পারেন ।
- * ডিভাইস ম্যানেজারের অধীনে ডিভাইস তালিকায় ‘ক্যামেরা’ বা ‘ইমেজিং ডিভাইস’ অপশনটি অনুসন্ধান করুন। অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি ভিজিএ ওয়েবক্যাম বা ইন্টিগ্রেটেড ক্যামেরা বা ইউএসবি ক্যামেরা বা অনুরূপ একটি ডিভাইস খুঁজে পাবেন।
- * এই তিনটি ক্যামেরার নামের মধ্যে যেটি খুঁজে পাবেন তাতে রাইট ক্লিক করুন।
- * ডিভাইস ডিজেবল করুন-অপশনটি নির্বাচন করুন।
চালু করতেও একই ধাপ ব্যবহার করুন। কারণ ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীদের ভিডিও চ্যাট করার জন্য নির্ভর করতে হয় ওয়েবক্যামের ওপর।