ফোন নাম্বার ছাড়াই হোয়াটসঅ্যাপ এ একাউন্ট খোলার নিয়ম?

 

মোবাইল  নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে





  • > এজন্য প্রথমেই প্লে স্টোর থেকে বিনামূল্যে ‘টেক্সট নাও’ অ্যাপ ডাউনলোড করে নিন।
  • >> এরপর ‘টেক্সট নাও’ অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন।
  • >> সেখানে ইউএস এবং কানাডায় চলে এমন পাঁচটি বিনামূল্য নম্বরের একটি তালিকা পাওয়া যাবে।
  • >> যে কেউ নিজেদের পছন্দের নম্বর বেছে নিতে পারবেন। সেই ভার্চুয়াল নম্বরের মাধ্যমে ইন্টারনেট কল করা যাবে এবং মেসেজও করা যাবে।
  • >> এরপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করার সময় নিজেদের পছন্দ করা ভার্চুয়াল নম্বর যুক্ত করে দিতে হবে।
  • >> এরপর দেশের কোড হিসাবে ইউএস এবং কানাডার কোড দিতে হবে। এই সময় মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ‘টেক্সট নাও’ অ্যাপ চালু রাখতে হবে।
  • >> সেই ভার্চুয়াল নম্বরে সিকিউরিটি ওটিপির মেসেজ দেওয়া হবে না।
  • >> এরপর ওটিপির সময় শেষ হয়ে যাওয়ার পরে কল মি বাটনে ক্লিক করতে হবে।
  • >> এরপর টেক্সট নাও অ্যাপে একটি মিসড কল আসবে। এই অ্যাপে থাকা ভয়েসমেলে একটি নতুন মেসেজ পপআপ আসবে।
  • >> সেটি আসলে একটি অডিও মেসেজ। হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড জানার জন্য সেটি শুনতে হবে।
  • >> সেই কোড হোয়াটসঅ্যাপে এন্টার করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url