BCS WRITTEN SYLLABUS | বিসিএস লিখিত পরীক্ষা সিলেবাস |
BCS WITTEN EXAM SYLLABUS :
বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস
৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)
প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৬টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
সিলেবাসটি ডাইনলোড করুন
ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
ক্রমিক নম্বর | আবশ্যিক বিষয় | নম্বর বণ্টন |
১. | বাংলা | ২০০ |
২. | ইংরেজি | ২০০ |
৩. | বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
৪. | আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
৫. | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
৬. | সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ |
মোট | ৯০০ |
খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
ক্রমিক নম্বর | আবশ্যিক বিষয় | নম্বর বণ্টন |
১. | বাংলা | ১০০ |
২. | ইংরেজি | ২০০ |
৩. | বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
৪. | আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
৫. | গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
৬. | পদ-সংশ্লিষ্ট বিষয় | ২০০ |
মোট | ৯০০ |
পদ সংশ্লিষ্ট (Job-related) বিষয়ের পরীক্ষা
যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।