BCS WRITTEN SYLLABUS | বিসিএস লিখিত পরীক্ষা সিলেবাস |

 BCS WITTEN EXAM SYLLABUS :

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস




  ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)


প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৬টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।


ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।

খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।


সিলেবাসটি ডাইনলোড করুন


ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন


ক্রমিক নম্বর

আবশ্যিক বিষয়

নম্বর বণ্টন

১.

বাংলা

২০০

২.

ইংরেজি         

২০০

৩.

বাংলাদেশ বিষয়াবলি

২০০

৪.

আন্তর্জাতিক বিষয়াবলি

১০০

৫.

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

১০০

৬.

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

১০০

মোট

৯০০

                  
খ.  কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

ক্রমিক নম্বর

আবশ্যিক বিষয়

নম্বর বণ্টন

১.

বাংলা

১০০

২.

ইংরেজি         

২০০

৩.

বাংলাদেশ বিষয়াবলি

২০০

৪.

আন্তর্জাতিক বিষয়াবলি

১০০

৫.

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

১০০

৬.

পদ-সংশ্লিষ্ট বিষয়

২০০

মোট

৯০০


পদ সংশ্লিষ্ট (Job-related) বিষয়ের পরীক্ষা


যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url