যুবকরা আজ কেন ডিপ্রেশনে ভুগছে? এর সমাধান কি?
যুবকদের ডিপ্রেশনের কারণ এবং সমাধান ঃ
আজকের যুবকরা ডিপ্রেশনে ভুগছে? কেন ভুগছে?
আমাদের আজ কিসের অভাব?
ভোগের সমস্ত সামগ্রী আজ ত আমাদের হাতের নাগালে। আমাদের সমাজে এখন তেমন কেউ না খেয়ে থাকে না! বরং আমরা কৃষি শিল্প প্রযুক্তি সব দিকে আগাচ্ছি। তবু আমাদের যুবকদের মাঝে কিসের অভাব?
তারা ত ইন্টারনেট ঘাটছে, অবৈধ প্রেম ভালোবাসা করছে,
পর্ন ভিডিও দেখছে, ক্রিকেট ফুটবল খেলছে,
গান শুনছে, মাদক নিছে, মাস্তি করতেছে,
দিন শেষে কেনো তারা আজ ডিপ্রেশনে?
কেন যুবকদের মাঝে আত্নহত্যার প্রবণতাও বাড়তেছে?
আঁচল ফাউন্ডেশনের জরিপ
গত ৯ মাসে ৪০৪ শিক্ষার্থীর আত্মহত্যা(source: Jagonews24)
এসবের কারণ কি?
কারণ, মানুষের শান্তির পথ/জীবন ব্যবস্থা থেকে সরে গেছে।
শান্তি কোথায় তাহলে?
শান্তি মদের বোতল এ নাই
শান্তি খেলাধুলায় নাই,
শান্তি জিনার মধ্যে নাই,
শান্তি চোখের জিনায় নাই!
শান্তি আছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থাতে।
আর আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম।
আল্লাহ পাক তাঁর কিতাব কুরআন মজীদে এরশাদ করেছেনঃ
ইসলাম পরিপূর্ণ দ্বীন বা জীবন ব্যবস্থা। আল্লাহ পাক কুরআন মাজীদে এরশাদ করেন :
“ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا”
“إِنَّ الدِّينَ عِندَ اللّهِ الإِسْلاَمُ”
“নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম।” (সূরা আল-ইমরান, ৩ : ১৯)
ইসলাম পরিপূর্ণ দ্বীন বা জীবন ব্যবস্থা। আল্লাহ পাক কুরআন মাজীদে এরশাদ করেন :
“ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا”
“আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। আমার নেয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দিলাম আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম।” (সূরা মায়েদা, ৫ : ৩)
যে যুবক হারাম পথে যায় না, হালাল ভাবে যতটুকু খেয়ে পড়ে হালাল বিনোদন করে সে শান্তির মধ্যে।
(আল্লাহর দিকে অভিমুখী হেদায়েতপ্রাপ্ত লোক তারাই) যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণেই শুধু চিত্ত প্রশান্ত হয়। [সুরা : রাদ, আয়াত : ২৮
দুনিয়ায় অনেক সেলিব্রিটি আছে যাদের সবকিছু থেকেও মনে শান্তি ছিল না,
তারা ইসলামে পদার্পন করে।
সুতরাং ভাইয়েরা এখনো সময় আছে, ফিরে দেখেন আল্লাহ আপনার অন্তরে শান্তিতে ভরায় দেবেন।
আপনি গরীব হোন, ধনী হোন ইসলাম ছাড়া পরিপূর্ণ শান্তি আর কোথাও পাবেন না!