শেষ বিকেলের মেয়ে বই পিডিএফ ডাউনলোড - জহির রায়হান

 শেষ বিকেলের মেয়ে - SESH BIKELER MEYE


লেখক ঃ জহির রায়হান

ZOHIR RAYHAN

বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার ছিলেন
তার রচিত অসংখ্য উপন্যাস মানুষের মনে জায়গা করে নেয়। 
তিনি অনেক চলচিত্র নির্মান ও পরিচালনা করেন।  
অনেক পুরষ্কারেও ভূষিত হন।

তার প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে।
Img src: othoba.com



 প্রেমের উপাখ্যান হিসেবে উপন্যাসটির জুড়ি মেলা ভার। বাংলা সাহিত্যে যতগুলো প্রেমের উপাখ্যান রয়েছে তার মধ্যে 'শেষ বিকেলের মেয়ে' গ্রন্থটি সম্ভবত পাঠক প্রিয়তার শীর্ষের দিকেই অবস্থান করছে।  প্রকাশিত হবার পর থেকে থেকেই উপন্যাসটি প্রশংসায় পঞ্চমুখ হয়ে আসছে। আর প্রথম উপন্যাসের এই সফলতা জহির রায়হানকে বাংলা সাহিত্যাঙ্গনে জনপ্রিয়তার আসনে বসায়।



এই লেখকের প্রকাশ ভংগিমা এবং ভাষা বর্ণনা অত্যন্ত মনোরম এবং আকর্ষণীয়।

 শেষ বিকেলের মেয়ে বই এ তিনি এভাবেই বর্ণনা দেন।

 

 

  জানালা দিয়ে এক টুকরো রোদ এসে পড়েছে ঘরের মাঝখানে। বাইরের আকাশটা মেঘে ছেয়ে আছে। কোথাও মেঘের রঙ কালো, কোথাও সাদা, কোথাও ঈষৎ লাল। এখন শেষ বিকেল। লাল সূর্যটা হারিয়ে গেছে উঁচু দালানের ওপাশে। ওটাকে এই জানালা থেকে দেখা যাচ্ছে না‌। মনে হচ্ছে দূরের দিগন্তে কোথাও যেন আগুন লেগেছে। তার উত্তাপ থেকে বাঁচবার জন্যে টুকরো মেঘগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটছে আরেক দিগন্তের দিকে...


এই উপন্যাসের নায়ক কাসেদ। তার জীবনে তিন জন মেয়ে আসে,  জাহানারা, শিউলি আর সালমা যাদের কাউকেই সে জয় করতে পারে নি!


কিন্তু গল্পের মোড় ঘুরে যায় অন্য দিকে।  শেষ এর অংশ  রোমাঞ্চকর। 
তাই দেরি না করে বইটি পড়া শুরু করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url